ChatGPT – ChatGPT কি, এর ব্যাবহার, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানান ।
পুরো বিশ্বে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ( AI )খুবই চর্চা চলছে। সেটি হল ChatGPT । যেখানে বিভিন্ন নিত্য নতুন টেকনোলজি পুরো বিশ্বকে কব্জা করে রেখেছে। সেই জায়গায় ChatGPT আবার পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলছে। এর কাজ করার ক্ষমতা এবং এর তৈরি কাজের ভয়াবহতা দেখে।
একটি OpenAI নামে কোম্পানি, যে কোম্পানিটি বিশেষত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড বিষয়ের উপর কাজ করে থাকে। এই OpenAI কোম্পানিটি একটি নতুন চ্যাটবট ( chatbot ) তৈরি করে।
চ্যাটবট ( chatbot ) কি ? দেখুন চ্যাটবট হল একটি চ্যাটিং অর্থাৎ কথোপকথন এর প্ল্যাটফর্ম, যেখানে আপনি চাট বা কথোপকথন করতে পারবেন, তাও আবার মেশিনের সঙ্গে। অর্থাৎ মেশিনের সঙ্গে চ্যাটিং হল চ্যাটবট। কিন্তু চ্যাট করে যেন মনে হবে আপনি একজন মানুষের সঙ্গেই চ্যাট করছেন। কোম্পানিটি এই চ্যাটবটের নাম দিয়েছে ChatGPT ।
এই ChatGPT একজন মানুষের মতো কাজ করে থাকে। আপনি যদি কোন কিছু কাজ করতে চান তাহলে সেই কাজ কিভাবে আপনি সম্পূর্ণ করবেন তা চ্যাট-জিপিটি এর কাছ থেকে জানতে চাইলে চ্যাট-জিপিটি আপনাকে এর প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে। যদি আপনি কোন হোম ওয়ার্ক করাতে চান, তাও আপনাকে করে দেবে।
কোন ক্যালকুলেশন জানতে চাইলে শুধুমাত্র কোশ্চেন টাইপ করে দিলেই ক্যালকুলেশন সহ সেই উত্তর আপনার কাছে তুলে ধরবে। আপনার যদি কোন ইমেইলের প্রয়োজন হয়, তাহলে ইমেইলের টপিক বা কারণ উল্লেখ করলেই পুরো ইমেইল আপনাকে তৈরি করে দিয়ে দিবে। যেটি আপনি কপি করে ইমেইল সেকশনে পেস্ট করে সেন্ড করলেই Email চলে যাবে। যেমন ছুটির জন্য ইমেইল, কাজের জন্য ইমেইল ইত্যাদি।
এমনকি যদি আপনি ছুটির জন্য বা অন্য কোন কারণে প্রিন্সিপাল অথবা স্কুলের হেডমাস্টার কে পত্র দিতে চান, এবং সেই পত্রটিতে কি লিখবেন তা যদি না জানেন তাহলে ChatGPT তে যদি টাইপ করেন ” অসুস্থতার কারণে বিদ্যালয়ে না পৌঁছানোর জন্য প্রধান শিক্ষকে আবেদন পত্র ” তাহলে আপনাকে প্রধান শিক্ষককে চিঠিপত্র দেওয়ার জন্য একটি লেখা সহ ফরমেট প্রদান করে দেবে।
অনেকে মনে করেন ChatGPT ভবিষ্যতে অনেক ব্যক্তির চাকরিকে বন্ধ করে দিবে। উদাহরণ হিসেবে ধরুন – বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইমেইল লেখার জন্য বা অন্যান্য ছোট-বড় কাজের জন্য আলাদা আলাদা ব্যক্তিদেরকে নিযুক্ত করে রাখেন। কিন্তু চ্যাট-জিপিটি যদি এই সমস্ত কাজগুলি করে দেয়। সেক্ষেত্রে ব্যক্তিদেরকে কেন কোম্পানি প্রতি মাসে মাইনে দিয়ে নিযুক্ত করে রাখবে।
তবে এটা মোটেও নয়, কেননা যতই রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আবিষ্কার হোক না কেন সমস্ত কাজী যে করে দেবে এমন কথা নয়। বেশিরভাগ কাজের জন্য মানুষের প্রয়োজন হয়েই থাকবে।
OpenAI কোম্পানি এই ChatGPT বানিয়েছে, যেখানে কোম্পানির উদ্দেশ্য হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, কিভাবে কাজ করে, এর গুরুত্ব মানব জীবনে কি রকম রয়েছে, সেই সম্পর্কে তথ্য মানুষজনের কাছে পৌঁছানোর জন্য, এই কোম্পানি কাজ করে থাকে। এই OpenAI কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছে অনেক বড় বড় কোম্পানি যেমন Microsoft, khosla ventures, reid hoffman এর charitable foundation এগুলি ইনভেস্ট করে রেখেছে ChatGPT তে।
ChatGPT এতটাই বুদ্ধিমান যে আপনি যদি কোন প্রশ্ন করেন, তাহলে আগের প্রশ্ন আপনার কি ধরনের হতে পারে সেই সম্পর্কেও আইডিয়া করে থাকে এই চ্যাট-জিপিটি । ChatGPT এর CEO হল Sam Altman ।
ChatGPT এর দুটি অংশ রয়েছে একটি Chat এবং অপরটি হল GPT অর্থাৎ চ্যাট + GPT = ChatGPT । Chat সম্পর্কে আপনাদের তো অবশ্যই ধারণা রয়েছে, যে কারো সঙ্গে লেখা বা টাইপিং এর মাধ্যমে কথোপকথন হলো Chat । কিন্তু GPT কি? GPT হল generative pre-trained transformer অর্থাৎ যেটিকে আগে থেকে ট্রেনিং দেওয়া হয়েছে তথ্য প্রদানের জন্য। এটি একটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ মডেল, যেটি গভীর জ্ঞানার্জনের ( deep learning ) উপর নির্ধারিত একটি বিশেষ বিষয়।
deep learning বলতে বোঝায়, যেভাবে একে প্রশ্ন জিজ্ঞেস করা হবে, ওই ভাবেই সে উত্তর তৈরি করে একজন মানুষের মতো তথ্য প্রদান করে থাকে।
এখন কথা হচ্ছে ChatGPT কি সবাই ব্যবহার করতে পারে। উত্তর হলো হ্যাঁ। বর্তমানে এটি বিটা (beta version) ভার্সনে চলছে। এবং সকলের জন্য ফ্রি রয়েছে। শুধুমাত্র OpenAI প্ল্যাটফর্মে গিয়ে সাইন আপ করলেই এটি ব্যবহার করা যায়। পরবর্তীকালে কোম্পানি এর জন্য চার্জ করতে পারে আবার নাও করতে পারে, সেটা কোম্পানির উপর নির্ভর করে।
ChatGPT এর মধ্যে আরেকটি ফিচার অ্যাড করা হয়েছে যেটি খুব ইন্টারেস্টিং। সেটি হল চ্যাট-জিপিটি এর কাছে যদি inappropriate বা অনুপযুক্ত রিকোয়েস্ট আসে, তাহলে চ্যাট-জিপিটি সেই রিকোয়েস্টকে প্রত্যাখ্যান বা decline করতে পারবে। যেমন – কোন illigal activity বা অপরাধ মূলক কাজ।
ChatGPT বিভিন্ন যে তথ্য প্রদান কর ছে তার প্রক্রিয়া ক্লাউড সিস্টেম এর মধ্যে হয়ে থাকে। চ্যাট-জিপিটি মাইক্রোসফটের Azure cloud infrastructure ব্যবহার করে থাকে। এরই ওপর পুরো মডেল কাজ করে থাকে।
একথা উঠে আসছে যে ChatGPT কাছ থেকে যে সমস্ত তথ্য জানা হচ্ছে সে ইন্টারনেটে উপলব্ধ বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, সেটিকে নিজের মতো করে সাজিয়ে উপযুক্ত এবং যথাযথ তথ্য প্রদান করে থাকে।
বিদ্রঃ – এখানে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে শুধুমাত্র জানকারির উদ্দেশ্যে। এটির দ্বারা কেউ অসৎ পথ অবলম্বন করবে না।