West Bengal weather winter – শীত আর কতদিন থাকবে। এবং গরমের আগমন কবে থেকে। জানুন বিস্তারিত।
আজ পর্যন্ত এইরকমই আবহাওয়া থাকবে তা আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বেই জানিয়েছিল। তবে আগামীকাল থেকেই তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। আগামীকাল এবং পরশু হয়তো হালকা তাপমাত্রা বাড়বে, কিন্তু তারপর থেকে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।
আগামী দুইদিন পর অর্থাৎ এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা এক ধাক্কায় ৩ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে এমনটাই অনুমান করেছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শুধুমাত্র দৈনিক তাপমাত্রা নয়, রাত্রের তাপমাত্রাও অনেকটাই বাড়বে বলে অনুমান করেছেন। ফলে রাত্রেও ধীরে ধীরে গরম অনুভব হতে শুরু করবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তরে যে হাওয়া বইছিল, তাইবার দিক পরিবর্তন করবে অর্থাৎ দক্ষিণ দিক থেকে হাওয়া বইয়ে আসবে। তাই শীতকে বিদায় দিয়ে গরম কে নিয়ে আসবে।
আজ থেকে কলকাতা এবং তার সংলগ্ন এলাকা গুলি থেকে শীতের আমেজ ধীরে ধীরে দূরীভূত হতে থাকবে। তবে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় দু তিন দিন হালকা শীতের আমেজ থাকলেও, আগামী দু তিনদিন পর শীত ক্রমশ দূরীভূত হতে থাকবে।
তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তরবঙ্গের দু-একটা জেলা যেমন দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় শীতের আমেজ আগামী আরোও কয়েকদিন থাকবে। আবহাওয়া দপ্তর অনুমান করেছি এই দুই জেলায় এখনো প্রায় ১৫ থেকে ২০ দিন শীতের আমেজ ভালই থাকতে পারে।
আবহাওয়া দপ্তর জানাই যে দার্জিলিঙে মাঝে মাঝে স্নোফিল ও হতে পারে অর্থাৎ হালকা তুষারপাত হতে পারে। এবং দার্জিলিঙে রাতের তাপমাত্রা কয়েক দিন ৫ ডিগ্রি থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে। এবং দিনের তাপমাত্রা ১৩ ডিগ্রী থেকে সোলো ডিগ্রীর মধ্যে থাকতে পারে। এরপর ধীরে ধীরে বাড়িতে থাকবে।
আবহাওয়াবিদরা এও জানান যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার তাপমাত্রায় আগামী দু চার দিনের মধ্যেই ৩০ ডিগ্রির উর্ধ্বে চলে যাবে । এবং রাত্রের তাপমাত্রাও ১৮-২০ ডিগ্রির উর্ধ্বে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া আপাতত জানাই যে আগামী এক সপ্তাহের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং অন্যান্য জেলাগুলিতে হালকা এক পশলা বৃষ্টির হয়তো সম্ভাবনা থাকতে পারে। কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন জেলাতেই ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নাই।
তবে আবহাওয়াবিদরা জানান যে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের দু এক জায়গায় হালকা এক পশলা হয়তো বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে তা মোটেও মাঝারি থেকে ভারী বৃষ্টি নয়। এবং আবহাওয়াবিদরা কেউ জানান যে, আবহার পরিবর্তনের ফলে বৃষ্টি নাও হতে পারে। আর হলেও তা দু এক পশলার সম্ভাবনা।
এবং আবহাওয়াবিদরা জানান যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ভোরবেলা বা সকালবেলা মাঝারি থেকে ঘনক কুয়াশা দেখা দিতে পারে। এবং কিছু কিছু জায়গায় ধোয়া কুয়াশা পূর্ণ হালকা মেঘের আস্তরন দেখা যেতে পারে। তবে ওই মেঘ কোন জলীয় বাষ্পপূর্ণ মেঘ নয়। এবং এই মেঘ থেকে বৃষ্টির কোন সম্ভাবনাই থাকবে না। তবে এই ধোয়া কুয়াশা পূর্ণ মেঘের আস্তরণের ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হালকা হালকা রোদ থাকতে পারে।
আবহাওয়াবিদরা আরো জানান যে আগামী কয়েকদিনের মধ্যেই পুরো ভারত থেকেই ধীরে ধীরে শীত বিদায় নেবে। আবহাওয়াবিদরা জানান যে উত্তর-পশ্চিম ভারতীয় তাপমাত্রা ৩ থেকে ৪° বেড়ে যাবে আগামী দুই একদিনের মধ্যে। এবং আগামী এক সপ্তাহের মধ্যে কঙ্কন গুয়া উপকূলেও তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রীর কাছাকাছি পৌঁছে যাবে বলে অনুমান করেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদরা জানান যে মুম্বাই এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে হালকা শীতের আমেজ রয়েছে। তাও ধীরে ধীরে দূরীভূত হতে থাকবে। এবং গরম অনুভব হতে শুরু করবে। তাই এবার থেকে গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া অনুভব হতে শুরু করবে।
আবহাওয়াবিদরা এও জানান যে দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে শীতের আমেজ এখনো আগামী ১২ থেকে ১৫ দিন পর্যন্ত থাকতে পারে। এরপর ধীরে ধীরে শীতের বিধায় শুরু হবে। এবং যখন ধীরে ধীরে শীত বিদায় নিতে শুরু করবে অর্থাৎ সপ্তাহ দুয়েক পর আবহাওয়া কিছুটা হলেও আরামদায়ক মনে হবে। এরপর যখন ধীরে ধীরে গরম বাড়তে থাকবে তখন থেকে আবার অস্বস্তিকর গরম আবহাওয়া অনুভুতি হতে থাকবে।
যারা দীঘা এবং তার উপকূলবর্তী এলাকাগুলিতে মাছ ধরতে যান। বিশেষত জেলেদেরকে তেমন কোনো নির্দেশনা প্রদান করেননি আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানান যে আগামী এক সপ্তাহে তেমন কোন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ ভারী বৃষ্টি বা ঝড়ের তেমন কোন সম্ভাবনা নাই। তাই জেলেরা চাইলে মাছ ধরতে যেতে পারে সমুদ্রে।
এবং যারা দীঘা বা অন্য সমুদ্র উপকূলবর্তী এলাকায় বেড়াতে যাওয়ার জন্য ভাবছেন। তাদের জন্য আবহাওয়াবিদরা তেমন কোন সতর্কমূলক নির্দেশনা প্রদান করেননি। কেননা আগামী ৭-৮ দিন তেমন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা নাই।
অর্থাৎ আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ভারতবর্ষের সমস্ত রাজ্য এবং জেলাগুলি থেকে ধীরে ধীরে শীত সম্পূর্ণ বিদায় নিতে শুরু করবে। দক্ষিণের বাতাস ধীরে ধীরে গরম কে টেনে নিয়ে আসবে এবং শীতের বিদায় ঘটাবে।
👉 FAQ of West Bengal weather winter
Q) পশ্চিমবঙ্গে শীত আর কতদিন থাকবে ?
আবহাওয়াবিদদের মতে পশ্চিমবঙ্গে শীতের আবেগ আরো ১৫ থেকে ২০ দিন পর্যন্ত থাকতে পারে। তবে দিনের বেলা গরম অনুভব হবে কিন্তু ভোরের দিকে কিছুটা হালকা শীত অনুভব হবে।
Q) পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় শীত এখনো এক মাসের বেশি থাকবে?
পশ্চিমবঙ্গের বিশেষত দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় শীতের আমেজ এখনো প্রায় একমাস পর্যন্ত থাকবে।
সতর্কবার্তা :- তবে এর মানে এই নয় যে আবহাওয়া দপ্তর জানিয়েছে মানে কোন দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হবে না। এটি মাত্র অনুমানমূলক আবহাওয়ার পূর্বাভাস। কেননা আমরা সকলেই জানি আবহাওয়া সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। আবহাওয়াবিদরা যেই সময় আবহাওয়া চেক করেছিলেন সেই সময় যে পূর্বাভাস পেয়েছেন আগামী দিনগুলোর তাই উল্লেখ করেছেন। তাই পরবর্তীতে আবহার পরিবর্তনের ফলে হয়তো দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হতে পারে। তাই আপনি সমুদ্র উপকূলবর্তী এলাকায় বেড়াতে যান, বা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে যদি কোন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হন তার জন্য কিন্তু কোন আবহাওয়া দপ্তর বা এই ওয়েবসাইট দায়বদ্ধ নয়।